সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

দেখুন লা মাজহাবীদের অবস্তা না পড়লে চরম মিস








লা মাজহাবী ছেলের সাথে মাজহাবী বাবার কথোপকথন ..... অনেকদিন হয়ে গেল ছেলে তার পিতাকে  আব্বু বলে ডাকেনা !এ নিয়ে পিতা- পুত্রের মধ্যে কথোপকথন। # পিতাঃ বাবা,তুমি অনেকদিন পর্যন্ত আমাকে আব্বু ডাক না। এর কারণ কী? # পুত্রঃ টিভি শায়েখের বয়ান শুনে আমি এখন কারো তাকলীদ করি না! কুরআন ও সহিহ হাদিসের বা্ইরে কোনো কথা বলি না। নিজের তাহকীক ছাড়া কোনো আমল করি না। # পিতাঃ কিন্তু তুমি তো কেবল অষ্টম শ্রেণিতে পড়।জীবনে কোনো দিন মাদ্রাসার বারান্দায়ও পা দাও নি। কোনো আলেমের কাছেও পড় নি।তুমি কুরআন- হাদিস বুঝবে কীভাবে? # পুত্রঃ কুরআন -হাদিস বোঝার জন্য মাদ্রাসায় বা আলেমের কাছে পড়তে হয় না। আল্লাহ বলেছেন, বোঝার জন্য আমি কুরআন সহজ করে দিয়েছি। #পিতাঃ আমাকে আব্বু ডাক না কেন? #পুত্রঃ সহিহ দলিল ছাড়া শুধু অন্ধের মতো কারও কথায় কোনো কিছু মানা শিরক। তাই আপনাকে  আব্বু বলে সেদিন ডাকব,যেদিন আমি তাহকীক করে শিওর হব যে.আপনি আমার সত্যিকারের জন্মদাতা পিতা। #পিতাঃ বেটা,তাহলে এব্যাপারে আমাদের কী করতে হবে ? #পুত্রঃ আপনার স্ত্রীর সংগে আপনার বিবাহ হয়েছে বলে প্রমান করতে হবে। #পিতাঃ বেটা, প্রমাণ স্বরূপ তোমার দাদা সাক্ষী।তিনি এখনও বেঁচে আছেন। তাকে জিজ্ঞেস কর। #পুত্রঃ বাপ দাদার কথায় ধর্ম চলে না ! #পিতাঃ আমাদের কাছে কাগজে লিখা ছাড়া কোনো প্রমান নাই ! এমনকি বিবাহের অন্য সাক্ষীরাও মারা গেছেন! #পুত্রঃ মিস্টার আমি আগেই বলেছি কুরআন ও সহিহ হাদিস ছাড়া অমুক আর তমুকের লিখা ও মুখের কথা গ্রহন যোগ্য নয়! কারন আমি এগুলো মানিনা ! তবে হ্যাঁ,youtube থেকে আপনাদের বিবাহের কোনো ভিডিও দেখালে বিশ্বাসকরব ! কারন শায়খদের বয়ান youtube থাকে তো,তাই আমি ইউটিউবের ভিডিও খুব বিশ্বাস করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন