সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

জেনে নিন বুলবুল ভাইয়ের মনের মধ্যে কি ধরণের কস্ট দিচ্ছে মুনাফিকের দল।????



শুরুতেই আল্লাহর দরবারে পানাহ্ চাই!
ফেইসবুকের অসভ্য ইতরগুলোকে না
জানলে আমার জানাই হতো না
মুনাফিকি কত প্রকার ও কি কি। ওরা
এখন নতুন পলিসি শুরু করেছে। এক আইডি
দিয়ে আমার বিরুদ্ধে পোস্ট দেয়, অন্য
আইডি দিয়ে নিজেরাই আমার পক্ষ
নিয়ে এমন নোংরা ভাষায় গালাগালি
করছে যা কোনোভাবেই প্রকাশ করার
মতো নয়। অনেকেই মেসেজ দিয়ে
জানাচ্ছেন Foyzul Miah নামে এক আইডি
থেকে আমার পক্ষ থেকে মারাত্মক
নোংরা ভাষায় গালাগালি করছে!
আমি কয়জনকে বোঝাবো যে ওরা
নিজেরাই এই কাজগুলো করছে আমাকে
বিতর্কিত করার জন্য?
সবার সচেতনতা কামনা করছি।
আল্লাহর ওয়াস্তে ওদের ব্লক করে দিন।
হেদায়াতের দোয়া তো করছি,
হেদায়াত নসীবে না থাকলে আল্লাহ্
ওদের ধ্বংস করে দিন। এই পরিমাণ
নোংরা শব্দ ওরা ব্যবহার করছে, সত্যি
আমি অসুস্থ অনুভব করছি। আল্লাহপাক
আমাদের হেফাজত করুন। আমিন।
[দয়া করে গালাগালির কোনো
স্ক্রীনশট কেউ কমেন্টে পোস্ট করবেন
না। এতো নোংরা ভাষা! যে কেউ
অসুস্থ হয়ে যাবে! সম্ভব হলে পোস্টটি
শেয়ার করে অন্তত একজনকে হলেও
বিভ্রান্তি থেকে বাঁচান!]
রাব্বানা লা-তায'আলনা
ফিতনাতাল্লিল ক্বাওমিজ
জোয়ালিমিন! আমিন!

1 টি মন্তব্য: