মনে খুলে হাসুন (১).....ছাত্র : স্যার একটি কথা বলবো? স্যার : কি বলবে বলো? ছাত্র : আমার খুব লজ্জা লাগছে স্যার : লজ্জার কি আছে বল? ছাত্র : আস্তে বলব না জোরে বলব স্যার? স্যার : আরে বেটা যা বলবি জোরে বল সবাই শুনুক ছাত্র : চিত্কার করে বলে-স্যার আপনার পেন্টের চেইন খোলা| স্যার : হারামজাদা আস্তে ক.... ★ (২).... দাদা : যা, পালা তাড়াতাড়ি। তুই আজকে স্কুলে যাসনি। তাই তোর হেডমাস্টার বাড়ির দিকে আসছে। নাতি : আমি পালামু না দাদু। তুমি বরং পালাও। কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছেন। তাই স্কুলে যাইনি! ★ (৩).....বিক্রেতা : এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে। বল্টু : এই নিন টাকা। বিক্রেতা : এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন? বল্টু : টাকা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে! ★ (৪).... এক ভদ্রমহিলা ও সিনেমা হলের ম্যানেজারের মধ্যে ফোনালাপ- মহিলা : হ্যালো। কোন ছবি চলছে? ম্যানেজার : আই লাভ ইউ! মহিলা : (রেগে গিয়ে) ইডিয়ট। ম্যানেজার : এটি গত সপ্তাহে চলছিল।র মহিলা : (আরো রাগান্বিত হয়ে) ননসেন্স। ম্যানেজার : এটি আগামী সপ্তাহে চলবে!.. ★ (৫).এক ছাত্র পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র নিয়ে বেশ অস্থির হয়ে বিড় বিড় করছে- শিক্ষক: কী ব্যাপার তুমি খাতায় না লিখে বসে বসে উসখুস করছ কেন? ছাত্র: স্যার, প্রশ্ন যে রকম কঠিন এসেছে লিখতে আমার বারোটা বাজবে। শিক্ষক: তাতে কি এখন তো এগারোটা বাজে!.......। ★ (৬).... ছেলেঃ বাবা তুমি নাকি ঘুষ খাও? বাবাঃ তুমি দেখেছ? ছেলেঃ না শুনেছি। বাবাঃ শুনা কথায় কান দিতে নেই। কিছু দিন পর— বাবাঃ তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ? ছেলেঃ তুমি কি দেখেছ বাবা? বাবাঃ না শুনেছি। ছেলেঃ তুমিই তো বলেছিলে শুনা কথায় কান দিতে নেই!
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
হাসতে হাসতে পেটে ব্যতা ধরে গেলো এ কেমন জোকস,?
মনে খুলে হাসুন (১).....ছাত্র : স্যার একটি কথা বলবো? স্যার : কি বলবে বলো? ছাত্র : আমার খুব লজ্জা লাগছে স্যার : লজ্জার কি আছে বল? ছাত্র : আস্তে বলব না জোরে বলব স্যার? স্যার : আরে বেটা যা বলবি জোরে বল সবাই শুনুক ছাত্র : চিত্কার করে বলে-স্যার আপনার পেন্টের চেইন খোলা| স্যার : হারামজাদা আস্তে ক.... ★ (২).... দাদা : যা, পালা তাড়াতাড়ি। তুই আজকে স্কুলে যাসনি। তাই তোর হেডমাস্টার বাড়ির দিকে আসছে। নাতি : আমি পালামু না দাদু। তুমি বরং পালাও। কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছেন। তাই স্কুলে যাইনি! ★ (৩).....বিক্রেতা : এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে। বল্টু : এই নিন টাকা। বিক্রেতা : এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন? বল্টু : টাকা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে! ★ (৪).... এক ভদ্রমহিলা ও সিনেমা হলের ম্যানেজারের মধ্যে ফোনালাপ- মহিলা : হ্যালো। কোন ছবি চলছে? ম্যানেজার : আই লাভ ইউ! মহিলা : (রেগে গিয়ে) ইডিয়ট। ম্যানেজার : এটি গত সপ্তাহে চলছিল।র মহিলা : (আরো রাগান্বিত হয়ে) ননসেন্স। ম্যানেজার : এটি আগামী সপ্তাহে চলবে!.. ★ (৫).এক ছাত্র পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র নিয়ে বেশ অস্থির হয়ে বিড় বিড় করছে- শিক্ষক: কী ব্যাপার তুমি খাতায় না লিখে বসে বসে উসখুস করছ কেন? ছাত্র: স্যার, প্রশ্ন যে রকম কঠিন এসেছে লিখতে আমার বারোটা বাজবে। শিক্ষক: তাতে কি এখন তো এগারোটা বাজে!.......। ★ (৬).... ছেলেঃ বাবা তুমি নাকি ঘুষ খাও? বাবাঃ তুমি দেখেছ? ছেলেঃ না শুনেছি। বাবাঃ শুনা কথায় কান দিতে নেই। কিছু দিন পর— বাবাঃ তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ? ছেলেঃ তুমি কি দেখেছ বাবা? বাবাঃ না শুনেছি। ছেলেঃ তুমিই তো বলেছিলে শুনা কথায় কান দিতে নেই!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন